ডিএসইতে আড়াই ঘণ্টায় ৩৮৩ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আজ সোমবার ডিএসইতে আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৮৩ কোটি টাকার সিকিউরিটি। এ সময়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭৮।
বেলা ১টা পর্যন্ত ডিএসইর লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, লেনদেন হওয়া সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
এখন পর্যন্ত লেনদেনে এগিয়ে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইফাদ অটোস, বেক্সিমকো লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মবিল যমুনা, খুলনা পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজিবাজার, অগ্নি সিস্টেমস ও আরএকে সিরামিক।
রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়ে এসেছে। বিভিন্ন কোম্পানির শেয়ারের দামও বিনিয়োগের অনুকূলে রয়েছে। আর আসন্ন বাজেটে শেয়ারবাজারে প্রণোদনা প্রত্যাশা করছে বাজারসংশ্লিষ্টরা। এতে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনে আগ্রহী হয়ে উঠেছেন।