শাহাদাতকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ভাবনা
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা পাওয়ায় আর মাঠে নামতেই পারেননি শাহাদাত হোসেন। পরে এমআরআই রিপোর্টে এই পেসারের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার দুঃসংবাদ পাওয়া যায়। অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াংকে দিয়ে তাঁর চিকিৎসা করানোর চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে বিসিবির ফিজিও ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘ডেভিড ইয়াংয়ের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ইমেইল করা হয়েছে। তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেলেই শাহাদাতের ভিসার জন্য আবেদন করা হবে। ইয়াংই বলতে পারবেন অস্ত্রোপচার করাতে হবে কি না। যদিও শাহাদাতের চোটের ধরন দেখে মনে হচ্ছে অস্ত্রোপচার করানো প্রয়োজন।’
ইয়াং বাংলাদেশের ক্রিকেটারদের কাছে বেশ জনপ্রিয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার একাধিকবার অস্ত্রোপচার করেছেন তিনি। ওপেনার তামিম ইকবালের অস্ত্রোপচারও হয়েছে ইয়াংয়ের হাতে।