মানবপাচারের রাঘব বোয়ালরা ছাড় পাবে না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানবপাচারে জড়িত কোনো রাঘব বোয়ালকে ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন। মানবপাচারকারী ও দালালদের ধরতে এরই মধ্যেই পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জলে-স্থলে অভিযান চলছে।
আজ শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দুটি নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। ভবন দুটি উদ্বোধন শেষে চকরিয়া মালুম ঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।urgentPhoto
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল প্রমুখ।
সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাগরে বাংলাদেশের জলসীমায় ভাসমান কোনো অভিবাসী বা বাংলাদেশিদের খবর সরকারের কাছে জানা নেই। যদি এ রকম কেউ বাংলাদেশের জলসীমার ভেতরে প্রবেশ করে থাকে, তাহলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী পাহারা দিচ্ছে, বিচরণ করছে সাগরে। কিছুক্ষণ আগেও কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছি। আমি নিশ্চিত যদি কোনো নৌযানে সাগরে ভেসে থাকে আমাদের দেশের লোক, অবশ্যই আমরা তাকে ফেরত নিয়ে আসব।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা যদি শোনেন আমাদের খবর দেবেন।’
মানবপাচারের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসন সব প্রচেষ্টা চালাচ্ছে। সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। আমাদের পুলিশ, র্যাব, বিজিবি কাজ করছে। আমরা চাচ্ছি এ ধরনের অমানবিক কর্মকাণ্ড যাতে না ঘটে। কালই শুনেছেন পরিকল্পনামন্ত্রীর কাছে প্রায় এক হাজার ৪০০ ডলারের কাছাকাছি ঠেকেছে আমাদের মাথাপিছু আয়। আমাদের মাথাপিছু আয় যেখানে বাড়ছে, রিকশাওয়ালারা যেখানে ৭০০, ৮০০ টাকা পায় সেখানে এই কষ্ট করে যাবে কেন? নিশ্চয়ই প্রলুব্ধ করার একটা ষড়যন্ত্র হয়েছে। আমরা সে প্রতারকদের ধরব।’