বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না : মওদুদ
বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে মেরাজ ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মহফিলে অংশ নিয়ে মওদুদ আহমদ এসব কথা বলেন।
urgentPhoto
মওদুদ আহমদ বলেন, সরকার যেভাবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে তার পরিণতি দেশ ও সরকারের জন্য ভালো নয়। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখতে হলে সরকারের দায়িত্ব গণতান্ত্রিক শক্তিগুলোর রাজনৈতিক কার্যক্রম চালানোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। এ কাজে সরকার ব্যর্থ হলে দেশে উগ্রপন্থীদের আবির্ভাব হবে, যার পরিণতি সরকারকেই ভোগ করতে হবে। এ সময় বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।
মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। একটি গণতান্ত্রিক শক্তির প্রতিনিধিত্ব করে। আজকে তাদের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হচ্ছে। এবং রাজনৈতিক কোনো ভূমিকা রাখার ব্যাপারে তাদের সমস্ত কর্মকাণ্ডকে অনেকটা স্তিমিত করে দেওয়া হয়েছে। এটি দেশের জন্য ভালো নয়। দেশের ভবিষ্যতের জন্য ভালো নয় এবং সরকারের জন্যও ভালো নয় বলে আমি মনে করি।’