জাফর ইকবালের বিরুদ্ধে ‘আ. লীগের’ সমাবেশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে ‘সিলেটবাসী’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেলে সিলেট নগরীতে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে ‘সিলেট বিদ্বেষী জাফর ইকবাল, এই মুহূর্তে সিলেট ছাড়’, ‘ব্লগার জাফর ইকবালের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ অন্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী সমাবেশে অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও আসাদ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ড. জাফর ইকবাল প্রগতির নাম নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, গত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর বিরুদ্ধে ‘কটূক্তি’ করায় জাফর ইকবালের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট নগরীর কমদতলী বাস টার্মিনাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সুরমা পয়েন্টে এসে জড়ো হন। এরপর বিকেল ৪টায় সেখান থেকে তাঁরা বিশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।