পয়লা বৈশাখে যৌন হেনস্তার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হেনস্তা হওয়ার ঘটনায় পুলিশি প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। একইসঙ্গে এ বিষয়ে পরবর্তী অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তাপস কুমার বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘পয়লা বৈশাখের শ্লীলতাহানির ঘটনায় আইজিপির সভাপতিত্বে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং করা হয়েছে। সে মিটিংয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ভিডিও ফুটেজে ধারণ করা ছবি দেখে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আটজনকে শনাক্ত করে ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
ডিএজি বলেন, এ বিষয়ে আদালতকে অবহিত করা হলে এ ব্যাপারে পরবর্তী প্রতিবেদনের জন্য আগামী ২৮ জুন আবার দিন ধার্য করা হয়েছে।
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন হেনস্তার ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়ছিল। রিটে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়।