ভাসমানদের বেশির ভাগ রোহিঙ্গা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সাগরে নৌকায় ভাসমান অসহায় অভিবাসীদের বেশির ভাগই রোহিঙ্গা। বাংলায় কথা বলার মানে এই নয় যে, তারা বাংলাদেশি।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা বাসস জানায়।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে অসহায় বাংলাদেশিদের সরকার ফিরিয়ে আনবে কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যদি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সম্মত হয় তাহলে সরকার বাংলাদেশিদের ফিরিয়ে আনবে।’ তিনি আরো বলেন, ‘যারা বাংলাদেশের সমুদ্রসীমার বাইরে সাগরে ভাসছে সেসব বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানবপাচার রোধে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাচারের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পাচারকারীরা বিদেশে মানবপাচারের কোনো সুযোগ পাবে না এবং মানবপাচারের জন্য অভিযুক্ত হলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’ তিনি আরো বলেন, ‘মানবপাচারের পাশাপাশি মাদক চোরাচালানের সাথে জড়িত পাওয়া গেলে কেউ ছাড় পাবে না।’
আসাদুজ্জামান বলেন, ‘বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ এবং অন্যান্য সংস্থা মানবপাচার রোধে সীমান্ত এলাকায় কাজ করছে। আমাদের ৪৫০ কিলোমিটার দুর্গম সীমান্ত এলাকা রয়েছে। সরকার সেসব এলাকায় বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণের উদ্যোগ নিয়েছে।’
সরকারসাগরে মাছ ধরতে যাওয়ার জাহাজগুলোকে রেজিস্ট্রেশন কার্ড ও জেলেদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।