ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনকে ‘না’
‘কুইন’ থেকে কঙ্গনা রানাউত বারবার অবাক করে চলেছেন বলিউড থেকে শুরু করে সবাইকে। আশপাশের প্রায় সব অভিনেত্রীই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে স্বচ্ছন্দ। এই অভিনেত্রী সেখানে বিশাল পারিশ্রমিকের প্রস্তাব থাকা সত্ত্বেও নাকচ করে দিয়েছেন এমনই একটি বিজ্ঞাপনের কাজ। পিংকভিলার খবরে জানা গেল, ‘রং ফর্সা’ করার এই তত্ত্বে মোটেও বিশ্বাস করেন না কঙ্গনা।
ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর খবর অনুসারে, প্রায় দুই কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা। সমস্যা হচ্ছে, সাদা-কালো বর্ণের দূরত্ব নিয়ে ঘোর আপত্তি তাঁর। এ জন্য বিশাল পারিশ্রমিকের হাতছানি বিন্দুমাত্র টলাতে পারেনি তাঁকে। পাত্তা দেননি। তার এক কথা, এই পণ্যের পেছনে যে চিন্তা কাজ করছে- তাতে এতটুকু বিশ্বাস নেই তাঁর।
কঙ্গনার মতে, একজন সেলিব্রিটি হিসেবে তার অবশ্যই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উদ্দেশ্যে সঠিক এবং ভালো উদাহরণ তৈরি করা উচিত। কঙ্গনার নিজের ছোটবোন রঙ্গলির কথাও বলেন কঙ্গনা, যিনি কি না খুব একটা উজ্জ্বল বর্ণের নন। ‘ফেয়ানেসের এই চিন্তাটা ছোটবেলা থেকেই আমার মাথায় ঢুকত না, আমি কখনো এটা বুঝে উঠতে পারিনি। বিশেষ করে, এ রকম ক্ষেত্রে, একজন সেলিব্রিটি হিসেবে তরুণদের জন্য আমার কোনো ধরনের উদাহরণ তৈরি করা উচিত? এই প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমার একটুও আফসোস নেই। একজন পাবলিক ফিগার হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আমার ছোটবোন দেখতে ফর্সা নয় (রঙ্গলি রানাউত), কিন্তু সুন্দর। আমি যদি এই বিজ্ঞাপনটা করি, তাহলে তো আমার ওকেই অপমান করা হয়। আর আমি যদি ওকে অপমান করতে না পারি, তাহলে আমি কী করে পুরো দেশকে এভাবে অপমান করতে পারব?’ একদম সাফ সাফ কথা কঙ্গনার।
এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবশ্য গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গা থেকেই ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। ওদিকে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও দুর্দান্ত চলছে বক্স অফিসে। বলাই যায়, সময় এখন কঙ্গনার।