তিস্তা চুক্তি শিগগিরই : রাজনাথ সিং
খুব দ্রুতই আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভাগাভাগি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সাক্ষরিত হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।
রাজনাথ সিং বলেছেন, ‘খুব শিগগিরই তিস্তা চুক্তি সম্পাদিত হবে। এ চুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য পাওয়া যাবে।’ নরেন্দ্র মোদি সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আজ সকালে তিনি কলকাতায় এসেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম জি নিউজ।
মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে ভারতের পররাষ্ট্রসচিক এস জয়শঙ্কর গতকাল সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিস্তাচুক্তির কার্যক্রমে দ্রুত অগ্রগতি হচ্ছে।’
২০১১ সালে তিস্তার পানিবণ্টন নিয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগ ভেস্তে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায়। তিস্তার পানিবণ্টন চুক্তির বিরোধিতায় মমতার যুক্তি ছিল, ওই নদীর পানির ওপর পশ্চিমবঙ্গের কৃষকরা অনেক নির্ভরশীল। কিন্তু মোদি ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে এখন অনেকটাই নমনীয় মমতা। জুন মাসে মোদির ঢাকা সফরের সময় সফরসঙ্গী হয়ে আসার কথা রয়েছে তাঁর।