ফুটপাত দখল করে স্ল্যাব, বিএসআরএমকে জরিমানা
দেশের অন্যতম ইস্পাত তৈরির প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসকে (বিএসআরএম) অবৈধভাবে নালার ওপর স্ল্যাব নির্মাণের দায়ে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর বায়েজিদ এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালান সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট নাজিয়া শিরিন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নির্মিত স্ল্যাব অপসারণের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, কোনো ধরনের অনুমতি ছাড়াই নালার ওপর বড় আকৃতির স্ল্যাব নির্মাণ করেছে বিএসআরএম। কারখানার সামনে ফুটপাত দখল করে ঢালাই করে স্লাব নির্মাণ করায় পানি ও মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানান তিনি। অভিযান চলাকালে বায়েজিদ থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নির্বাহী ম্যাজিস্টেট নাজিয়া শিরিনকে বিএসআরএমের দখলকৃত স্ল্যাব অপসারণের নির্দেশ দেন।