জিম্বাবুয়ের অধিনায়ক দুই ম্যাচ নিষিদ্ধ
এমনিতেই পাকিস্তান সফরে একের পর এক হেরে চলেছে জিম্বাবুয়ে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো তাদের জন্য দুঃসংবাদ, অধিনায়ক এল্টন চিগুম্বুরা শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না। প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘জিম্বাবুয়ে নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার কম বল করেছে। মাঠের দুই আম্পায়ার আলীম দার ও রাসেল টিফিন, তৃতীয় আম্পায়ার আহমেদ শাহাব ও রিজার্ভ আম্পায়ার শোজাব রাজা অভিযোগটা এনেছেন। এল্টন চিগুম্বুরা দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।’
তবে চিগুম্বুরা একা নন, শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের বাকি খেলোয়াড়রাও। তাঁদের প্রত্যেকের ম্যাচ ফির ৪০ শতাংশ (প্রথম দুই ওভার ১০ শতাংশ করে এবং তৃতীয় ওভার ২০ শতাংশ হিসেবে) কেটে রাখা হয়েছে।
সিরিজের বাকি দুই ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিতে পারেন হ্যামিল্টন মাসাকাদজা। শুক্রবার দ্বিতীয় এবং রোববার তৃতীয় ও শেষ ওয়ানডে হবে। দুটি ম্যাচেরই ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।