সিদ্দিকুরের আরেকটি হতাশার দিন
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের প্রথম রাউন্ড ভালো কাটেনি সিদ্দিকুর রহমানের। ৩৩তম হয়ে প্রথম দিন শেষ করেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ড আরো হতাশায় কেটেছে বাংলাদেশের সেরা গলফারের। ৪২তম হয়ে কোনো রকমে ‘কাট’ পার করেছেন দুটি এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুর।
সিদ্দিকুরের হতাশার দিনে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন তরুণ গলফার দুলাল হোসেন। পঞ্চম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন তিনি।
বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সিদ্দিকুর পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। দুই রাউন্ড মিলে পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন তিনি। আর দুলাল দুই রাউন্ড মিলে পারের চেয়ে ছয় শট কম খেলেছেন।
দুলাল ও সিদ্দিকুর ছাড়া বাংলাদেশের আরো চার গলফার ‘কাট’ পার করে তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন সজীব আলী (৩৫তম, নূর জামাল (৪২তম), দিল মোহাম্মদ ও শাখাওয়াত সোহেল (দুজনই ৫৫তম)।
দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে আছেন সিঙ্গাপুরের মর্দান মামাত। দুই রাউন্ড মিলে পারের চেয়ে ৯ শট কম খেলেছেন তিনি।