ঢাকা সফরে মমতাও থাকবেন মোদির সাথে
শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা আসতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআকে উদ্ধৃত করে জি নিউজ এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে প্রথম সফরে আগামী ৬ জুন আসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের এক মন্ত্রী পিটিআইকে জানিয়েছেন, মোদির সফরসঙ্গী হচ্ছেন মমতাও।
এর আগেও বলা হয়েছিল, মোদি তাঁর ঢাকা সফরে সঙ্গী হওয়ার জন্য মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন। মমতা তাতে রাজিও হয়েছেন। পরে আবার খবর পাওয়া যায়, মমতা বন্দোপাধ্যায় মোদির সাথে বাংলাদেশ সফরে আসবেন না। এমন অবস্থার মাঝেই ভারতের সংবাদমাধ্যম মমতার ঢাকায় আসার খবর দিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর হবে ৩৬ ঘণ্টার। রাজধানীর বাইরে ভ্রমণ নেই, জাঁকজমক কোনো অনুষ্ঠানও থাকছে না। ৬-৭ জুন বাংলাদেশ তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।
মোদির ঢাকা সফরের সঙ্গে সম্পৃক্ত আছেন এমন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘স্থলসীমান্ত চুক্তির মতো কিছু বিতর্কিত ইস্যু রয়েছে। সত্যি বলতে কি, সেগুলো বহু বছর আগেই মিটমাট হওয়ার দরকার ছিল।’
বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষের ভারতে অভিবাসন একটি সংবেদনশীল ইস্যু, মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি এই অভিবাসনের বিরোধিতা করে।
তবে যখন থেকে ক্ষমতায় এসেছেন মোদি, অভিবাসন ইস্যুতে নিশ্চুপ এবং বাংলাদেশে কৌশলগত লক্ষ্য অর্জনের ওপর তাগিদ দিয়েছেন।