মেডিকেল কলেজের ছাত্র নিখোঁজ
পাবনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র লুৎফর রহমান রাহী চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন স্বজনরা। রাহী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে।
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা বলেন, ‘কলেজ হোস্টেলে থেকে লেখাপড়া করতেন লুৎফর রহমান রাহী। ২৬ মে সকাল সাড়ে ৮টায় রাহীর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। তাঁকে পরীক্ষার হলে না দেখতে পাওয়ায় আমরা হোস্টেলে খোঁজ নিই। জানতে পারি, হোস্টেল থেকে পরীক্ষা দিতে বের হয়ে যাওয়ার পর সে আর ফেরেনি। পরে আমরা বিষয়টি তাঁর পরিবারকে জানাই। খবর পেয়ে রাহীর বাবা আরিফুর রহমান ও মা সায়েদা আক্তার বুধবার পাবনায় আসেন।’
অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা আরো জানান, এ ঘটনায় ওই দিনই কলেজের হোস্টেল সুপার ডা. সিরাজুল ইসলাম পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ‘জিডি হওয়ার পর আমরা কলেজের অধ্যক্ষ, হোস্টেল সুপার ও তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু সে কোথায় গেছে, কেউ বলতে পারছে না। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি।’
এ বিষয়ে আলাপকালে রাহীর বাবা আরিফুর রহমান বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমাদের জানানোর পর পাবনায় এসেছি। যেটুকু শুনেছি, তাতে আমার ছেলের অবস্থান সম্পর্কে কিছু বুঝে উঠতে পারছি না। তাকে অপহরণ করা হয়েছে কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। কেউ অপহরণ করে থাকলে মোবাইলে মুক্তিপণ দাবি করত। সে রকম কোনো হুমকি বা চাঁদা দাবিও কেউ করেনি।’ রাহীর মোবাইল নম্বরটাও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
মা সায়েদা খাতুন বলেন, ‘আমার ছেলে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। কারো সঙ্গে বিরোধ করার মতো ছেলে সে নয়। গত পয়লা বৈশাখে সর্বশেষ বাড়িতে গিয়েছিল রাহী। পয়লা বৈশাখ উদযাপন করে পরীক্ষার জন্য কলেজে চলে আসে। এর পর মোবাইলে প্রায় প্রতিদিনই তার সঙ্গে আমাদের কথা হতো। এখন সে কোথায় গেল, কীভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না।’