ক্যাডেটে দারুণ সাফল্য, জিপিএ ৫ পেয়েছে সবাই
বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত দেশের ক্যাডেট কলেজগুলো বরাবরের মতো এবারও তাদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের মোট ১২টি ক্যাডেট কলেজ থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় মোট ৬১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরা যে শুধু শতভাগ পাস করেছে তাই নয়, শিক্ষার্থীরা প্রত্যেকেই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আজ শনিবার ফলাফল প্রকাশের পর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী তথ্য কর্মকর্তা এস এম শামীম আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ক্যাডেট কলেজগুলোর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৫৫ জন শিক্ষার্থী। এরা প্রত্যেকেই জিপিএ ৫ পেয়েছে। চট্টগ্রাম বোর্ডে প্রতিষ্ঠানটির অবস্থান তৃতীয়। একইভাবে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যশোর বোর্ডে প্রতিষ্ঠানটির অবস্থার প্রথম। মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৯ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
৫৬ জন শিক্ষার্থীর সবাই জিপিএ ৫ পাওয়ায় রাজশাহী বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। একই বোর্ডে ষষ্ঠ হয়েছে ৪৮ জন জিপিএ ৫ পাওয়া পাবনা ক্যাডেট কলেজ।
৫৪ পরীক্ষার্থীর সবাই জিপিএ ৫ পাওয়ায় সিলেট বোর্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। একইভাবে ৪৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় বোর্ড সেরা হয়েছে বরিশাল ক্যাডেট কলেজ।
৫৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের দ্বিতীয় সেরা প্রতিষ্ঠান হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। ৪৯ জন শিক্ষার্থীর সবাই জিপিএ ৫ পেয়ে বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় চতুর্থ অবস্থানে রেয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এই বোর্ডে তৃতীয় অবস্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী।