ওয়েঙ্গারের আর্সেনালের ইতিহাসগড়া শিরোপা
দীর্ঘদিন ধরে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে না পারা ও চ্যাম্পিয়নস লিগেও খুব বেশি জ্বলে উঠতে না পারার জন্য আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের সমালোচনা কম হয় না। কিন্তু এফএ কাপে দারুণ সফল এই ফরাসি কোচ।
ওয়েম্বলিতে এবারের ফাইনালে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই কাপ প্রতিযোগিতার শিরোপা জিতেছে গানাররা। গড়েছে নতুন একটি রেকর্ড। কোচ আর্সেন ওয়েঙ্গারও বনে গেছেন এফএ কাপের সবচেয়ে সফল কোচ।
ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ৪০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন থিও ওয়ালকট। আর্সেনালকে এগিয়ে দেন ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে দেন অ্যালেক্সিস সানচেজ। ডি বক্সের বাইরে থেকে বুলেটগতির শটে বল জড়ান প্রতিপক্ষের জালে। ৬২ মিনিটে আর্সেনালের তৃতীয় গোলটি আসে জার্মান সেন্টার ব্যাক পার মারটেসকারের পা থেকে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে চতুর্থ গোল করেন অলিভার জিরু।
এবারের আসরের আগে সবচেয়ে বেশি, ১১ বার এফএ কাপের শিরোপা জয়ের রেকর্ডটি ভাগাভাগি করে নিচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। কিন্তু এবার ম্যানইউর মাঠেই তাদের পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নিল গানাররা। আর্সেন ওয়েঙ্গারও পেছনে ফেলেছেন ম্যানইউর কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনকে। ১৯৯৬ সালে আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে ছয়টি এফএ কাপ জিতলেন ওয়েঙ্গার। ফার্গুসন জিতেছিলেন পাঁচটি।
১৯৯৭-৯৮ মৌসুমে ওয়েঙ্গার জিতেছিলেন প্রথম এফএ কাপ শিরোপা। ২০০১-০২ ও ২০০২-০৩ মৌসুমে জিতেছিলেন টানা দুবার। মাঝে ২০০৪-০৫ মৌসুমে জেতার পর এবার আবার জিতলেন টানা দুই শিরোপা।