তিস্তা চুক্তি হচ্ছে না : সুষমা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে তিস্তা চুক্তি হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা বাসস।
বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত তিস্তাসহ ৫৪টি নদীর যৌথ ব্যবস্থাপনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের দাবিতে দুই দেশের পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রথম দফা বৈঠক হয়েছে। এ ব্যাপারে আরো আলোচনা করা হবে। ২০১১ সালে সাবেক প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে চুক্তি করা সম্ভব হয়নি।’
আগামী ৬ ও ৭ মে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় তিস্তার পানি চুক্তি হবে কি না—জানতে চাইলে সুষমা স্বরাজ বলেন, তিস্তার পানি চুক্তি শুধু ভারতের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করে না। এর সঙ্গে পশ্চিমবঙ্গ জড়িত। তাই মমতাকে নিয়েই চুক্তি করা হবে।’
ঢাকা সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সফরসঙ্গী হতে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। মমতা ৫ জুন রাতেই ঢাকা পৌঁছাবেন। ৬ জুন ফিরে যাবেন তিনি। মোদি যাবেন একদিন পরে, ৭ জুন। এর আগেও ২১ ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই ঢাকা সফরের কথা উল্লেখ করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী বলেন, মমতা তো নিজেই বাংলাদেশে গিয়ে বলে এসেছেন, তিনি তিস্তা চুক্তির পক্ষে। তবে এ সফরকালে তিস্তা চুক্তি স্বাক্ষর করা সম্ভব হচ্ছে না। পশ্চিমবঙ্গের সঙ্গে সমঝোতার জন্য আর একটু আলোচনার প্রয়োজন।
মোদির এ সফরে শেষ পর্যন্ত ভারতের রাজ্য ও লোকসভায় স্থলসীমা চুক্তি অনুমোদনই ফোকাসে থাকছে বলে মন্তব্য করেন সুষমা স্বরাজ। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বর্তমান সরকারের সুসম্পর্ক গড়ে তোলার পররাষ্ট্রনীতির অন্যতম সাফল্য হচ্ছে বাংলদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমা চুক্তি ভারতের উভয় সংসদে অনুমোদন। ৪১ বছর পর এ অনুমোদনের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে।
অনুপ চেটিয়াকে চাই
বাংলাদেশে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হবে কি না জানতে চাইলে ভারতের বিদেশমন্ত্রী ইতিবাচক জবাব দিয়ে বলেন, ‘আমরা চাই, তাকে ভারতের কাছে হস্তান্তর করা হোক।’
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশের সঙ্গে যা কিছু হবে, তাতে উত্তর-পূর্ব ভারত লাভবান হবে।