চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত হয়েছেন। পুলিশের তিন সদস্যসহ আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার ভোরে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আজগর (৩০) ডাকাতদল ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে পুলিশ। আজগরের বাড়ি চকরিয়া উপজেলার ডুমখালীতে। আহত মো. শেখার (২৮) বাড়ি একই গ্রামে। তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চিহ্নিত ডাকাতদল ইনু বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে আটক করা হয়। আহতদের চকরিয়া হাসপাতালে নিলে ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলী আজগরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ডাকাত মো. শেখাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি দাবি করেন, বন্দুকযুদ্ধে এসআই আলমগীর, কনস্টেবল সিজল পালিত ও নুরুল ইসলাম আহত হয়েছেন। চকরিয়া হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ফাইভগান, ১৩টি গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।