সোনারগাঁয়ে ‘বয়লার বিস্ফোরণ’, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গোবিন্দপুর গ্রামে গাউছিয়া অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজনের নাম আজিজুল ইসলাম। অন্যদের নাম জানা যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।