বাজেট
বিআরটিসিতে যুক্ত হচ্ছে ৩০০ দ্বিতল, ১০০ দুই বগির বাস
যাত্রীসেবার মানোন্নয়নে নতুন ৩০০ দ্বিতল ও দুই বগির ১০০ বাস যুক্ত হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সড়কপথে যাত্রীসেবার মানোন্নয়নের জন্য আমরা বিআরটিসির অধীনে ৩০০টি দ্বিতল ও ১০০টি আর্টিকুলেটেড বাস (দুই বগিবিশিষ্ট সংযুক্ত বাস) সংগ্রহ করতে যাচ্ছি। গাড়িচালকদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয়সংখ্যক ড্রাইভিং ইন্সট্রাক্টর তৈরি করা হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য অকার্যকর হয়ে থাকা পাঁচটি মোটরযান পরিদর্শন কেন্দ্র প্রতিস্থাপনের পদক্ষেপ নিয়েছি।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘এ ছাড়া, বিভিন্ন পরিবহনের সমন্বয়ে নিরবচ্ছিন্ন যাতায়াতের ব্যবস্থা করতে আমরা ই-টিকিট ক্লিয়ারিং হাউস (অনলাইন টিকিট বিক্রয়কেন্দ্র) প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে ওই সব এলাকার সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’