চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা কোর্ট রোড থেকে শুরু হয়ে কলেজ রোড, প্রেসক্লাবের পাশে, পশু হাসপাতাল সংলগ্ন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ যা বিকেল পর্যন্ত চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান, ফারজানা খানমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল বিপুল পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ স্থাপনার মালিকদের কয়েকদফা চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। তা ছাড়া মাইকিং করা হয়েছে। সড়কের দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও যান চলাচল নির্বিঘ্ন করতেই এই উচ্ছেদ অভিযান। পুরো চুয়াডাঙ্গা শহরের রাস্তার দুই পাশ এভাবেই দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।