পেলের ফুটবল ‘বাঁচানো’র আহ্বান
দুর্নীতি আর অনিয়মের অভিযোগে ফুটবল এখন কলঙ্কিত। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণা সমস্যাকে আরো ঘনীভূত করেছে। ফুটবল-সংকট নিয়ে পেলেও ভীষণ দুশ্চিন্তায়। ফুটবলকে ‘নিষ্কলুষ’ করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান-কিংবদন্তি।
সাবেক ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে কিউবায় বন্ধুত্বের সফর শেষে দেশে ফিরে টুইটারে পেলে লিখেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সুন্দর খেলাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের একে-অন্যকে সততা, সম্মান এবং মাঠ ও মাঠের বাইরের সুন্দর খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে গ্রহণ করতে হবে। কথাটা শুধু আমার মতো খেলোয়াড়দের জন্যই বলছি না; বরং খেলার সঙ্গে জড়িত প্রত্যেকের জন্যই বলছি।’
গত ২৯ মে ব্ল্যাটার পঞ্চমবারের মতো ফিফা সভাপতি হওয়ার পর পেলে বলেছিলেন, ‘ফিফা নির্বাচনে আমি ব্ল্যাটারের সমর্থক ছিলাম। ফুটবল-উন্নয়নে আমাদের এমন একজন দক্ষ প্রশাসক প্রয়োজন।’ তবে ব্ল্যাটারের সরে দাঁড়ানোর ঘোষণার পর ফুটবলাঙ্গনে ‘সৎ মানুষের’ ক্ষমতায়নের ওপরে জোর দিচ্ছেন তিনটি বিশ্বকাপ বিজয়ী। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফিফায় এখন সৎ মানুষ দরকার। আমি দেখতে চাই, ফুটবল যেন মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষে মানুষে বিবাদ দূর করে।’