মালালা হত্যাচেষ্টায় অভিযুক্তদের আটজনের অব্যাহতি
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার অভিযোগে সাজা পাওয়া ১০ জনের মধ্যে আটজনই মুক্তি পেয়েছেন। যথার্থ প্রমাণাদির অভাবেই এই আট ব্যক্তি ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে লন্ডনে পাকিস্তানের দূতাবাস।
গত এপ্রিলেই পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন,মালালাকে হত্যা চেষ্টার ঘটনায় ১০ তালেবান সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই ২৫ বছর করে জেল হয়েছে।কিন্তু এখন জানা যাচ্ছে, যারা বিচারের মুখোমুখি হয়েছিল তাদের মধ্যে মাত্র দুইজনের সাজা হয়েছে। বাকিরা সবাই মুক্তি পেয়েছেন।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, মামলার বিচার শেষ হওয়ার প্রায় এক মাস পর ওই মামলাটির নথিপত্র দেখে প্রথমে এই তথ্য জানা যায়।
লন্ডনে পাকিস্তানের দূতাবাসের মুখপাত্র মুনির আহমেদ গতকাল শুক্রবার বিবিসিকে বলেন, যথার্থ প্রমাণাদির অভাবেই আট ব্যক্তিরা ছাড়া পেয়ে গেছে। যে দুজন মালালাকে গুলি করেছিল তারাই এখন কারাগারে রয়েছেন।
অত্যন্ত গোপনীয়তার মধ্যে এই বিচার চলার সময়ও এর যথার্থতা বা বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
নারী শিক্ষা নিয়ে প্রচারণা চালানোয় স্কুলছাত্রী মালালাকে হত্যার উদ্দেশে ২০১২ সালের অক্টোবরে গুলি চালায় তালেবানের সদস্যরা।ওই হামলার ঘটনা সারাবিশ্বে আলোড়ন তোলে। নারীশিক্ষায় অবদান রাখার জন্য গতবছর নোবেল জয় করেন মালালা ইউসুফজাই।