ঋণ পাবে বাংলাদেশ, কাজ পাবে ভারত
বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরে এ ঋণের বিষয়টি চূড়ান্ত হয়। তবে এ ব্যাপারে বাংলাদেশকে শর্ত দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী বাংলাদেশকে অবকাঠামোর উপকরণ কিনতে হবে ভারতের কাছ থেকে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঋণে যেমন বাংলাদেশ উপকৃত হবে তেমনি লাভ হবে ভারতের। ঋণের বিপরীতে বাংলাদেশকে ভারত থেকে অবকাঠামো সংক্রান্ত উপকরণ ও সেবা কিনতে হবে। যার ফলে গতি আসবে ‘মেক ইন ইন্ডিয়া’ ধারণায়। শিল্পের আরো বিকাশ ঘটবে। চাকরি পাবে ভারতের ৫০ হাজার মানুষ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ঋণ ব্যবহার করে ভারতীয় প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা কিনতে হবে। এ ক্ষেত্রে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড (বিএইচইএল), রাইটসের মতো প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা কিনতে হবে। বিএইচইএল বিদ্যুৎ নিয়ে কাজ করে আর রাইটস কাজ করে অবকাঠামো নির্মাণ নিয়ে। ব্রডগেজ রেলওয়ে উপকরণ নিয়ে রাইটসের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের একটি চুক্তি সম্প্রতি হয়েও গেছে।
ভারতের ওই দুই বিলিয়ন ডলার বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাদেশে আসবে। এর একটি এক্সিম ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইয়াদুভেন্দ্রা মাথুর বলেন, ‘এই দুই বিলিয়ন ডলার ভারত এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে রপ্তানি বিষয়ে ব্যাপকভাবে এগিয়ে দেবে।’ তিনি আরো বলেন, ইস্পাত ও সিমেন্ট শিল্পে ব্যাপক গতি আসবে কারণ তা বাংলাদেশের প্রকল্পগুলোতে রপ্তানি হবে। যা চাকরির বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাথুর জানিয়েছেন, ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি ‘পূর্বে দেখ’ নীতির আওতায় নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপে ছয় বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ বিতরণ করেছেন।