বেতন স্কেল বাতিলের দাবিতে বেরোবি শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট
প্রস্তাবিত অষ্টম বেতন স্কেল বাতিল করে তা পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৪-এর সামনে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেরোবি শিক্ষক সমিতি এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে।
বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণসহ বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতির কারণে এ সময় কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত না হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকরা বলেন, এই আন্দোলন শিক্ষকদের ন্যায্য সম্মান ও স্বতন্ত্র বেতন স্কেল আদায়ের জন্য। কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়।