মিয়ানমার বাহিনীর গুলিতে বিজিবি সদস্য আহত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এতে বিপ্লব নামের বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় নায়েক আবদুর রাজ্জাক নামের বিজিবির অপর সদস্যকে ধরে নিয়ে গেছে মিয়ানমার।
আজ বুধবার ভোরে জেলার টেকনাফ উপজেলার নাফ নদীর দমদমিয়া পয়েন্টের বিপরীতে লালদিয়ায় এ ঘটনা ঘটে।
বিজিবি কক্সবাজার সেক্টরের কর্মকর্তা মেজর আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করেন বিজিবির সদস্যরা। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলি চালায়। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।
মেজর আমিনুল জানান, বিজিবির গুলিবিদ্ধ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিখোঁজ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।