‘প্রতিশোধে’র কথা ভাবছেন না মাশরাফি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের শিকার হয়ে হার মানতে হয়েছিল বাংলাদেশকে। বিশ্বকাপের পর মুখোমুখি হওয়া প্রথম ওয়ানডেতে ভারতকে পাত্তাই দেননি মাশরাফি-সাকিবরা। ৭৯ রানের বড় ব্যবধানে জিতে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে গেছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এটাকে ‘প্রতিশোধের জয়’ বলে ভাবতে নারাজ।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘খেলার মধ্যে প্রতিশোধের বিষয় আনা ঠিক নয়। আমরা জেতার জন্য খেলতে নামি। কিন্তু এর মধ্যে প্রতিশোধকে টেনে আনা ঠিক হবে না। আমরা এটা কখনোই চিন্তা করি না।’
জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরে অবশ্য উচ্ছ্বসিত মাশরাফি, ‘প্রতিটি জয়ই আনন্দের। তবে ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে পারা আরো বেশি আনন্দের।’
সংবাদ সম্মেলনে চার পেসার খেলানোর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘চার পেসার খেলানোর কথা কয়েক দিন ধরেই আমরা আলোচনা করছিলাম। বিশেষ করে মুস্তাফিজের মতো বোলারকে কীভাবে দলে নেওয়া যায়, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম। শেষ পর্যন্ত আরাফাত সানির বদলে মুস্তাফিজকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেই আমরা।’
মুস্তাফিজকে দলে নেওয়ার কারণ সম্পর্কে মাশরাফি বলেন, ‘নেটে তাঁর বোলিং দেখে সবারই ভালো লেগেছে। বিশেষ করে তাঁর অফ কাটার আমাদের মুগ্ধ করেছে। তাই তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হওয়ায় খুব ভালো লাগছে।’