‘মুশফিকই এক নম্বর উইকেটকিপার’
প্রথম ওয়ানডেতে গ্লাভস হাতে মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম শুধু ছিলেন ব্যাটসম্যানের ভূমিকায়। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার জায়গায় উইকেটকিপিং করেছেন লিটন দাস। কেন হঠাৎ করে মুশফিকের জায়গায় লিটন। তাহলে কি লিটনকেই জাতীয় দলের স্থায়ী উইকেটকিপার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
না, তা মোটেও ভাবছেন না বলে জানান জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর মতে, ‘মুশফিকই এখনো জাতীয় দলের এক নম্বর উইকেটকিপার। তাঁর হাতে কিছুটা ব্যথা থাকার করণেই লিটন উইকেটকিপিং করেছেন। আশা করছি মুশফিক কিছুটা বিশ্রাম পেলে দ্রুত সেরে উঠবেন। আবার গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন।’
হাতের আঙুলে চোটের কারণে মুশফিক ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও উইকেটকিপিং করতে পারেননি। সে ম্যাচেও তাঁর জায়গায় উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন লিটন দাস।
হাতে ব্যথা নিয়েও প্রথম ওয়ানডেতে উইকেট কিপিং করায় বেশ সমালোচনা সইতে হয়েছে তাঁকে। পাঁচটি ক্যাচ নিয়েছিলেন ঠিক, কিন্তু দুটি ক্যাচ ফেলেও দিয়েছিলেন তিনি। তাই দ্বিতীয় ম্যাচে মুশফিক নিজেই গ্লাভস তুলে দেন লিটনের হাতে।
১৫১টি ওয়ানডে খেলে মুশফিক ১৪১টি ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় মাঠে নেমেছেন। চোট এবং বিভিন্ন কারণে ১০টি ম্যাচে গ্লাভস হাতে মাঠে নামতে পারেননি তিনি।