ফখরুলের জামিন চেম্বার আদালতেও বহাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা তিনটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করা হয়েছে।
মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
শুনানিতে মির্জা ফখরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন।
খন্দকার মাহবুব হোসেন এনটিভি অনলাইনকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নাকচ করে দিয়েছেন এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলার বিবরণে জানা যায়, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ১ ও ৪ জানুয়ারি পল্টন ও মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এসব মামলায় গত ১৮ জুন হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন।