রনির গাড়িচালকের জামিন শুনানি পেছাল
রাজধানীর নিউ ইস্কাটনে গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুজনকে হত্যা মামলায় বখতিয়ার আলম রনির গাড়িচালক ইমরান ফকিরের জামিন আবেদনের শুনানি পেছানো হয়েছে।
আজ সোমবার সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মাহমুদুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বখতিয়ার রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।
মাহমুদুর রহমান জানান, গত বৃহস্পতিবার রনির গাড়িচালক ইমরান ফকিরের আইনজীবী শওকত ওসমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের ভারপ্রাপ্ত বিচারক সাইফুর রহমানের আদালতে ‘পিডব্লিউ’সহ জামিনের বিশেষ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের বিশেষ আবেদনটি সোমবার শুনানির জন্য রাখেন। কিন্তু আসামিপক্ষের আইনজীবী আজ এ মামলায় জামিনের শুনানি না করে আগামী ২৫ জুন জামিন শুনানির জন্য নিবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান জামিনের আবেদনটি ২৫ জুন শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
জিআরও জানান, আগামী ২৪ জুন এ মামলায় প্রধান আসামি রনির বিরুদ্ধে রিমান্ডের শুনানি একই বিচারকের আদালতে হবে। গতকাল রোববার রনির বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) দিপক কুমার দাস এ রিমান্ড আবেদন করেন।
গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় মামলা করেন।
গত ৩১ মে ওই গাড়ির চালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ১ জুন ইমরান আদালতে দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ইমরানের স্বীকারোক্তিতে ঘটনার বর্ণনা দিলে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে ডিবি। পরে রনিকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। কিন্তু রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। গত ১৬ জুন বখতিয়ার আলম রনি জামিন চাইলে মহানগর হাকিম আমিনুল ইসলাম তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
এ ছাড়া ঘটনার সময় রনির সাথে থাকা বন্ধু কামাল মাহমুদ, টাইগার কামাল ও জাহাঙ্গীর আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।