বেশির ভাগ মানুষের ‘পছন্দ’ যুক্তরাষ্ট্র ও ওবামাকে
বিশ্বের বেশির ভাগ মানুষ যুক্তরাষ্ট্র, এর অর্থনীতি ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে অবস্থান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিভিত্তিক জরিপকারী সংস্থা পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি ৪০টি দেশে জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত মার্চ থেকে মে মাসে এসব দেশের ৪৫ হাজার মানুষের মতামতের ওপর পিউ রিসার্চ সেন্টার জরিপ চালিয়েছে। ৬৯ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অনুকূলে মতামত ব্যক্ত করেছেন, ২০১৩ ও ২০১৪ সালে যা ছিল ৬৫ শতাংশ। জরিপে যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবে দেখেছে বেশির ভাগ মানুষ। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে পছন্দ করেছে।
তবে ৯/১১ হামলার পর জঙ্গি সন্দেহে আটকদের জিজ্ঞাসাবাদের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মানুষ।
যুক্তরাষ্ট্র বনাম চীন
চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াশিংটনে বার্ষিক বৈঠক করছেন। অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীন—সম্প্রতি এ আশঙ্কা দেখা দিলেও অনেকেই ভাবছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো এক নম্বরে।
জরিপে ৪০টি দেশের মধ্যে ৩০টি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মতামত দিয়েছে, যুক্তরাষ্ট্রই বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি। যারা ভাবছে, যুক্তরাষ্ট্র এখনো এক নম্বরে, ভারতে তাদের সংখ্যার একটা উল্লম্ফন ঘটেছে।
২৭টি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা, চীন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থান দখল করবে।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই শুরুর সময় যুক্তরাষ্ট্র ব্যাপক সমর্থন পেয়েছে। এখনো বিশ্বের বেশির ভাগ মানুষ মার্কিন নেতৃত্বাধীন এই লড়াইয়ের প্রতি সমর্থন জানাচ্ছে। জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মানুষ এই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়েছে। মাত্র ২৪ শতাংশ মানুষ ইরাক ও সিরিয়ায় এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে লড়াইয়ের বিরোধিতা করেছে।
৯/১১ হামলার পর নির্যাতনের কৌশল
নিউইয়র্কে টুইন টাওয়ারে ৯/১১ হামলার পর জঙ্গি সন্দেহে আটকদের মার্কিন সরকারের জিজ্ঞাসাবাদের কৌশলকে অনুমোদন দেয়নি ৫০ শতাংশ মানুষ। তারা এটি নির্যাতন হিসেবে বর্ণনা করেছে। ৩৫ শতাংশ এর পক্ষে মতামত দিয়েছে। যুক্তরাজ্য, স্পেন, জার্মান ও ফ্রান্সের বেশির ভাগ মানুষ এই নির্যাতনকে সঠিক বলে মতামত দিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী সমর্থন পাচ্ছেন। অনেক দেশেই তাঁর জনপ্রিয়তা বেড়েছে। তবে ইসরায়েলে গত ১২ মাসে তাঁর জনপ্রিয়তা কমেছে। গত বছর তাঁর পক্ষে সমর্থন জানিয়েছিল ৭১ শতাংশ ইসরায়েলি। কিন্তু এ বছর তা কমে ৪৯ শতাংশে নেমে এসেছে। ভারতে তাঁর জনপ্রিয়তায় ব্যাপক পরিবর্তন দেখা গেছে। গত বছর যেখানে ৪৮ শতাংশ ছিল, সেখানে বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে। ৪০টি দেশের ৬৯ শতাংশ মানুষ ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন। ২৯টি দেশের বেশির ভাগ মানুষ বলেছেন, ওবামা যা করছেন, সঠিক করছেন।