আরো এগিয়ে যাবে মুস্তাফিজ : মাশরাফি
ভারতের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্যের পাশাপাশি এই সিরিজ থেকে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, এই তরুণ বাঁহাতি পেসারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সিরিজ জয়ের নায়কের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সে নিজের যত্ন নিতে পারলে অনেক দূর যাবে।’
মাশরাফির দৃঢ়বিশ্বাস, মুস্তাফিজ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলতে পারবে, ‘মুস্তাফিজের বয়স মাত্র ১৯ বছর। চেষ্টা করলে সে বাংলাদেশ দলকে লম্বা সময় সার্ভিস দিতে পারবে। আমার তো মনে হয়, সে ১০/১৫ বছর খেলতে পারবে।’
মুস্তাফিজের মধ্যে সেই চেষ্টা দেখছেন বলেও জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘মুস্তাফিজের মধ্যে ভালো করার চেষ্টা দেখতে পাচ্ছি। আমি জিমে গিয়ে দেখেছি, সে একা একা জিম করছে। এটা একটা ভালো লক্ষণ। এমন নিষ্ঠা থাকলে সে অনেক দূর যেতে পারবে।’
এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে বলে মনে করেন মাশরাফি, ‘মুস্তাফিজের মতো প্রতিভাকে আলাদাভাবে যত্ন নেওয়া, আলাদাভাবে গাইড করা দরকার। টিম ম্যানেজমেন্টেরই কাজটা ভালোভাবে করা উচিত।’