রায়নার মুখে বাংলাদেশের প্রশংসা
সিরিজ হারলেও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ভারত। হোয়াইটওয়াশের লজ্জাও এড়াতে পেরেছে। শেষ ম্যাচে জেতার পর ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়নার মুখে বাংলাদেশের প্রশংসার ফুলঝুরি। ম্যাচের সেরা খেলোয়াড়ের মতে, এই সিরিজে বাংলাদেশ খুবই ভালো খেলেছে।
বুধবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রায়না বলেন, ‘ভালো খেলার জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। এ সিরিজে প্রতিটি বিভাগেই তারা ভালো খেলেছে। বাংলাদেশ দল যে দারুণ উন্নতি করেছে, সিরিজ জয়েই তা প্রমাণিত।’
শুধু মাশরাফির দলের নয়, রায়না প্রশংসা করলেন বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজুর রহমানেরও, ‘এই সিরিজে বাংলাদেশের তুরুপের তাস ছিল মুস্তাফিজ। সে একাই প্রথম দুই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার বলের লাইন-লেংথ খুবই ভালো। বলে বৈচিত্র্যও আছে। চেষ্টা করলে সে অনেক দূর যেতে পারবে।’
সিরিজ হারের কারণ ব্যাখ্যা করে রায়না বলেন, ‘সিরিজ হারের বেশ কিছু কারণ আছে। সেসব কারণ আমাদের খুঁজে বের করতে হবে। আমার মনে হয়, আমাদের বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। ব্যাটিংয়েও আমরা বড় পার্টনারশিপ গড়তে পারিনি। এগুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে।’
তবে এক সিরিজে খারাপ করেছে বলেই যে ভারত খারাপ দল, তা মনে করেন না এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘স্বীকার করছি যে এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। তবে এক সিরিজে খারাপ করলেও আমাদের দলকে খাটো করে দেখা যাবে না। মনে রাখতে হবে, আমাদের দলের অর্জনও কম নয়।’