রোববার ফল প্রকাশের আশা সচিবের
ওয়েবসাইটের কারিগরি ক্রটির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। তিন দফা পেছানোর পর আগামীকাল রোববার ফল প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করেন শিক্ষাসচিব। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং বুথ উদ্বোধন অনুষ্ঠানে এসে আজ শনিবার শিক্ষাসচিব এসব কথা বলেন।
urgentPhoto এদিকে ফল প্রকাশে দেরি হওয়ায় উদ্বিগ্ন সাড়ে ১১ লাখ আবেদনকারীসহ তাদের অভিভাবকরা।
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফলাফলের ভিত্তিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডই ঠিক করে দেবে কে কোন কলেজে ভর্তির সুযোগ পাবেন। আর এ জন্য ভর্তিচ্ছুরা অনলাইনে বা এসএমএসের মাধ্যমে পছন্দের পাঁচটি কলেজের তালিকা দিয়ে আবেদন করেন।
একটি বিশেষ সফটওয়ারের মাধ্যমে মেধাক্রম অনুসারে আবেদন যাচাই করে ফল প্রকাশ করার কথা ছিল ২৫ জুন রাতে। সেই রাত গড়িয়ে প্রায় দুদিন পার হলেও এখনো ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
শিক্ষাসচিব নজরুল ইসলাম বলেন, ‘বোর্ডের যে কর্মকাণ্ড হয়, সেটি কিন্তু আমাদের বুয়েট বা বিশ্ববিদ্যালয়গুলো জানে না। সে জন্য আসলে সমস্যাটা হয়েছে। আমরা মনে করি, যে ভুলটা হয়েছে সেই ভুল থেকে আমরা শিখব। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিখবে। তারা ছাত্রদের শেখাবে। বুয়েটের কায়কোবাদ স্যার কাজ করছেন। ওনারা বলেছেন, আজকের মধ্যে তাঁরা সমস্যাটার সমাধান করতে পারবেন। তাহলে আমরা কাল সকালেই এই ফলাফল দিতে পারব বলে আশা করছি।’
এদিকে এনটিভির প্রতিবেদক ফাহাদ মুহাম্মদকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানিয়েছেন, সমস্যা সমাধানে বুয়েটের আইআইসিটি বিভাগের সঙ্গে আরেকটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে কাজ শুরু করেছে। খুব দ্রুতই আবেদনকারীদের অপেক্ষার প্রহর শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে দিন-ক্ষণ বারবার বলা ঠিক না বলে আমি মনে করি। আমি বলছি না যে এটা এখুনি হচ্ছে। তবে চেষ্টা খুব দ্রুত চলছে। দুটি টিম এখন কাজ করছে। অধ্যাপক কায়কোবাদ স্যার আশাবাদ ব্যক্ত করেছেন যে, অচিরেই তাঁরা এ ফলাফল আলোর মুখ দেখাতে পারবেন।’
এদিকে ফল প্রকাশে দেরি হওয়ায় উদ্বিগ্ন কলেজে ভর্তিচ্ছু সাড়ে ১১ লাখ আবেদনকারীসহ তাদের অভিভাবকরা।
একজন শিক্ষার্থী বলে, ‘ইন্টারনেটে বারবার ঢোকার চেষ্টা করছি। কিন্তু পারছি না। এতে করে আমরা ও অভিভাবকরা বিড়ম্বনার মধ্যে পড়ছি। সঠিক খবর আমরা পাচ্ছি না।’
তবে একজন কলেজশিক্ষক জানালেন, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।