একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাতে : শিক্ষাসচিব
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, আজ রোববার রাতের মধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে এনটিভি অনলাইনকে বিষয়টি জানান তিনি।
এর আগে ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষাসচিব। তিন দফা পেছানোর পর আজ ফল প্রকাশ করার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং বুথ উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে শিক্ষাসচিব এ আশ্বাস দিয়েছিলেন।
একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফলের ভিত্তিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডই ঠিক করে দেবে, কে কোন কলেজে ভর্তির সুযোগ পাবে। আর এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বা এসএমএসের মাধ্যমে পছন্দের পাঁচটি কলেজের তালিকা দিয়ে আবেদন করে।
একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুসারে আবেদন যাচাই করে ফল প্রকাশ করার কথা ছিল ২৫ জুন রাতে। সেই রাত গড়িয়ে প্রায় তিন দিন পার হলেও এখনো ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
এদিকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এনটিভিকে জানান, সমস্যা সমাধানে বুয়েটের আইআইসিটি বিভাগের সঙ্গে আরেকটি বিশেষজ্ঞ দল কাজ করছে। খুব দ্রুতই আবেদনকারীদের অপেক্ষার প্রহর শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, ফল প্রকাশে দেরি হওয়ায় উদ্বিগ্ন কলেজে ভর্তিচ্ছু সাড়ে ১১ লাখ আবেদনকারীসহ তাদের অভিভাবকরা।