চান্দিনা পৌরসভার বাজেট ঘোষণা
কুমিল্লার চান্দিনা পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য আট কোটি ২১ লাখ ১৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে নতুন কোনো কর আরোপ ছাড়াই ওই বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র জয়নাল আবেদীন।
এতে মোট রাজস্ব আয় ধরা হয়েছে আট কোটি ২১ লাখ ১৭ হাজার টাকা ও মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে সাত কোটি ৯৫ লাখ ৩৫ হাজার টাকা। এ ছাড়া বাজেট উদ্বৃত্ত নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ৮২ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহজাহান সরকার, পৌরসচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রকৌশলী শাহীন শার চৌধুরী, কাউন্সিলর দৌলতুর রহমান, আব্দুর রব, সহিদুজ্জামান সরকার, জয়নাল আবেদীন জনি, কাজী জাফর উল্লাহ আজাদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।