শহিদই সেই বিয়ের কার্ডের কারিগর!
বিয়ে নিয়ে কম লুকোছাপা করেননি শহিদ কাপুর। বিয়ে হয়ে যায় যায়, এমন সময়েও মিডিয়ার প্রশ্ন উড়িয়ে দিয়েছেন হেলায়। তবে টুইটারে বিয়ের কার্ড ফাঁস হয়ে যাওয়ার পর আর কিছু বলার সুযোগ মেলেনি তাঁর! ঘটনা হলো, বিয়ে নিয়ে তোড়জোড় কি নিজস্ব প্রস্তুতি—কোনোটাই কম ছিল না ‘হায়দার’ তারকার। এনডিটিভির খবরে জানা গেল, বিয়ের সেই কার্ড বানানোর পেছনে বড় কারিগর ছিলেন শহিদ স্বয়ং!
বিয়ের কার্ড ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর গুঞ্জনের পারদ চূড়ান্ত মাত্রায় উঠেছিল। সেই কার্ডে দেওয়া তারিখ অনুযায়ী, আগামীকাল গুরগাঁওয়ের ওবেরয় হোটেলে বিয়ে হতে যাচ্ছে শহিদ কাপুর ও মীরা রাজপুতের। বরের বয়স ৩৪, কনের ২১।
শহিদ কাপুরের বিয়ের কার্ডের কারিগর হলেন ডিজাইনার রবিশ কাপুর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কার্ডের পেছনের কারিগর হিসেবে বড় ক্রেডিট দেওয়া যেতে পারে শহিদকে। কারণ, এর কালার কম্বিনেশন, কোথায় কেমন মেজাজের নকশা থাকবে আর কার্ডের সঙ্গে কী কী উপহার সংযুক্ত হবে; তার সবকিছুই নাকি শহিদ কাপুরের ঠিক করে দেওয়া! ‘কালার কম্বিনেশনের জন্য বাহ্বা শহিদেরই প্রাপ্য। লোগো থেকে শুরু করে লেখার ফন্ট, সবকিছুই ও ঠিক করে দিয়েছে। রঙের ব্যাপারে ওর হিসাব একদম মাপমতো,’ পিটিআইকে বলেছেন রবিশ। সেলিব্রেটিদের বিয়ের কার্ড বানানোয় সুনাম রয়েছে রবিশের। এর আগে শিল্পা শেঠি ও হৃতিক রোশনের বিয়ের কার্ডও বানিয়েছেন তিনি।
এই বিশেষ কার্ড যে বিশেষ মানুষদের জন্যই, তা তো বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে রবিশ কাপুর বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, প্রায় ৫০০ অতিথির কাছে পাঠানো হয়েছে এই কার্ড। তবে যেহেতু মুম্বাইয়ে আলাদাভাবে অভ্যর্থনা অনুষ্ঠান হবে এবং সেখানে বলিউডি সেলিব্রেটিরা থাকবেন, কাজেই এই কার্ডগুলো হয়তো পরিবারের মানুষের কাছেই বেশি যাবে।