এবার গার্মেন্ট পরিস্থিতি অস্বাভাবিক হতে দেওয়া হবে না
আসন্ন ঈদে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে পোশাকসহ বিভিন্ন কারখানার মালিকদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে ছুটি প্রদান করার নির্দেশ দেওয়া হবে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে এবং বেতন-বোনাস প্রদান ও ছুটি মঞ্জুরের বিষয় নিশ্চিত ও তদারকি করতে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিজিএমইএ, বিকেএমইএসহ বণিক সমিতির প্রতিনিধিরা থাকবেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, প্রতিবছর দেখা যায়, বেতন-বোনাসের দাবিতে গার্মেন্ট পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে। এ বছর এ ধরনের পরিস্থিতি হতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব মহাসড়কে সতর্ক থাকবে। র্যাব হেলিকপ্টারে টহল দেবে। যানজট এড়াতে পুরোনো ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামতে দেওয়া হবে না। যাতে কোনো ফিটনেসবিহীন লঞ্চ চলতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া যাতে আদায় করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শপিংমলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি বসাতে মালিকদের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।