‘আ. লীগ কথায় গণতন্ত্রের পক্ষে, কাজে বিপক্ষে’
দেশে আবারও একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে আওয়ামী লীগ- এমন মন্তব্য করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
urgentPhoto রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার ‘বাংলাদেশের রাজনৈতিক সংকট’ নামে একটি বইয়ের প্রকাশনা উৎসবে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমান সরকারের আমলে একদিকে যেমন ইতিহাস বিকৃত হচ্ছে তেমনি তাদের আচরণে ফিরে আসছে পুরনো গণতন্ত্র হত্যার ইতিহাস। গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়িত এই দল কথা বলে। কিন্তু প্রতিনিয়ত গণতন্ত্রের বিপক্ষে এই দল কাজ করে।’
‘যারা গণতন্ত্রের কথা বলে, তারা রাজনীতিবিদ হোক, তারা সাংবাদিক হোক- তাদের সবার বিরুদ্ধে অবস্থান নেয় দলটি। তখন এই সন্দেহ করা বিচিত্র না যে, আজকের যে সংকট এই সংকটের লক্ষ্য হলো একদলীয় সরকারের দিকে দেশকে নিয়ে যাওয়া।’ বলেন নজরুল ইসলাম খান।
‘আইন শাসন হারিয়েছি, ফেরত চাই’
এদিকে,নয়াপল্টনে বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। এতে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজ উদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।
অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ বলেন, ‘আইনের শাসন হারিয়েছি। আইনের শাসন ফেরত চাই। ব্যক্তি অধিকার হারিয়েছি, ওটা ফেরত চাই। আমরা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হোক- সেটাই চাই।’
সংসদ সদস্যদের লুটপাট করতে আবারও জনপ্রতি ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে অভিযোগ করে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘তিনি কে? কাদের প্রতিনিধি? জনগণের প্রতিনিধি তিনি না। তিনি বর্তমান সরকারের পুতুল। এ টাকা জনগণের কাজে লাগবে না। দলীয় লোকজনের মাধ্যমে এটা চলে যাবে।’
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশ আজ নিম্ন মধ্যম আয়ের পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেন। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীদের সুদিন আর বেশি দূরে নয় জানিয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।