সেমিফাইনালে মুখোমুখি ফেদেরার-মারে
কোয়ার্টার ফাইনালে দুদফা বৃষ্টির বাধার মুখে পড়তে হয়েছে অ্যান্ডি মারেকে। তাতে অবশ্য জয় আটকায়নি ব্রিটিশ তারকার। কানাডার ভাসেক পোসপিসিলকে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন মারে। গত সাত আসরে এটা তাঁর ষষ্ঠবারের মতো শেষ চারে উত্তরণ।
সেমিফাইনালের টিকেট পেয়েছেন আরেক শিরোপাপ্রত্যাশী রজার ফেদেরারও। সুইস তারকা ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের জিল সিমনকে। সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ মারে। ২০১২ সালে ফেদেরার তাঁর সপ্তম ও সর্বশেষ উইম্বলডন জিতেছিলেন মারেকে হারিয়েই।
টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও ফ্রান্সের রিশা গ্যাসকে। কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়েছেন। আর গ্যাসকে ম্যারাথন লড়াইয়ে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্টানিস্লাস ভাভরিংকাকে। এই ম্যাচের ফল ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৪, ১১-৯।