‘২০ ওভার ম্যাচ দেখতেও রাজি আছি’
বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর পরও থেমে নেই ম্যাচ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস। বৃষ্টির মধ্যেও খেলা দেখতে অনেকেই উপস্থিত হয়েছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তাদের প্রত্যাশা, অন্তত কয়েক ওভারের জন্যও যেন খেলা মাঠে গড়ায়। আর যদি তা না-ই হয়, এ টিকেট দিয়ে যেন দ্বিতীয় ওয়ানডে দেখতে পারেন—বিসিবির কাছে এমন আবেদন জানিয়েছেন অনেক দর্শক।
বিভিন্ন বয়সী দর্শকদের এসব অনুভূতি জানতে শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে গিয়েছিলেন এনটিভির প্রতিবেদক। সেখানে বাংলাদেশের জার্সি পরা এক তরুণ এনটিভিকে বলেন, ‘যদি আধা ঘণ্টা-এক ঘণ্টার মধ্যে বৃষ্টি পড়ে যায়, তাহলে খেলা হবে। আর যদি না-ও হয়, তাহলে দুই ঘণ্টা-তিন ঘণ্টা পরে বৃষ্টি কমে যাবে। যদি দুই ঘণ্টা-তিন ঘণ্টা পরে বৃষ্টি কমে যায়, তা-ও মনে করেন, টি-টোয়েন্টি খেলা দেখব আমরা।’urgentPhoto
গায়ে রেইন কোট আর মাথায় লাল-সবুজ ক্যাপ পরা এক তরুণ বলেন, ‘আশা নিয়ে আসছি। আশা করি, বৃষ্টি থেমে যাবে এবং যে কষ্টটা করেছি, সেটা অবশ্যই স্বার্থক হবে। ২০ ওভার যদি ম্যাচ হয়, আমরা দেখতে রাজি আছি।’
খেলা দেখতে আসা বাংলাদেশের এক খুদে সমর্থক প্রার্থনা করছে বৃষ্টি থামাতে। হাস্যোজ্জ্বল সেই শিশুটির ভাষ্য, ‘থামবে তো মনে হচ্ছে না। থামলে তো আমাদের জন্য ভালো। দোয়া করছি, যেন বৃষ্টিটা থেমে যায়।’
খেলা দেখতে মরিয়া আরেক তরুণের আশা প্রথম ম্যাচটি পরিত্যক্ত হবে না। তিনি বলেন, ‘১১ তারিখ নাইলে ১২ তারিখে—এই আমরা আশা করি হবে।’
অপেক্ষমাণ দর্শকদের মধ্যে এনটিভির নজর কাড়ল আকাশি টি-শার্ট পরা এক তরুণ। প্রতি ওই তরুণের আকুতি, ‘বিসিবির কাছে বিনীত আবেদন রইল, আজকে যদি ম্যাচ না হয়, এই টিকেটে পরবর্তী ম্যাচ দেখতে পারি, সেই একটি সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য।’