সাকিব বললেন, সিরিজ বাঁচানোর পালা
টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচ হারের পর ওয়ানডে সিরিজের প্রথমটাও হেরে কোণঠাসা বাংলাদেশ দল। খেলায় ফিরতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সেই ইঙ্গিতই দিয়েছেন।
স্ট্যাটাসে সাকিব বলেন, ‘সিরিজ বাঁচাবার পালা। আমরা তৈরি আমাদের সেরাটি দিতে!’
দলের ওপেনার সৌম্য সরকারও একই ধরনের কথা বলেছেন। এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘গত কয়েকটি ম্যাচে আমাদের পরিকল্পনা কাজ করেনি। বিশেষত, কয়েক ম্যাচে ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। আমরা চেষ্টা করছি। আশা করি, শিগগিরই খেলায় ফিরব। আমাদের সঙ্গেই থাকুন।’
দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফিরতে দলের মরিয়া অবস্থানের কথা জানান দিলেন ওপেনার এনামুল হক বিজয়ও। গতকাল শনিবার এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আগামীকালের খেলার জন্য সবই প্রস্তুত। আমাদের জন্য দোয়া করবেন।’
বিশ্বকাপের পর পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টিতেও হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওঠে বাংলাদেশ। এর পরের ওয়ানডে সিরিজে ভারতকে হারানোর পর বদলে যাওয়া দলের নাম হয় বাংলাদেশ। দলের ব্যাটসম্যান-বোলারদের নৈপুণ্য নজর কাড়ে ক্রিকেটবোদ্ধাদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে হঠাৎই যেন মিইয়ে পড়লেন ব্যাটসম্যান-বোলাররা। টানা তিন ম্যাচে হারের পর তাঁদের আত্মবিশ্বাসে অনেকটাই ছেদ পড়েছে। আজ ম্যাচ জিতে সে অবস্থা থেকে তাঁরা বেরিয়ে আসতে চাইবেন। সাকিব, এনামুল কিংবা সৌম্যর স্ট্যাটাস সে ইঙ্গিতই দিচ্ছে।