ভিক্ষা নয়, ঋণ নেয় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ কোনো ভিক্ষা নেয় না, ঋণ নিয়ে সুদসহ তা পরিশোধ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা-২০১৫ ও বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বন ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘পরিবেশ এবং বনায়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ জন্য আমরা একদিকে বিদ্যমান বন সংরক্ষণে পদক্ষেপ নিয়েছি, অন্যদিকে সরকারি পর্যায়ে নতুন বনায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দিয়েছি। ২০০৯ থেকে বিগত ছয় বছরে মোট বনভূমির পরিমাণ, যা ছিল ৯ শতাংশ, তা এখন বৃদ্ধি পেয়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ছয় বছরে বনভূমির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অন্তত ২৫ শতাংশ হওয়া উচিত এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।’
দেশের উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী করার ওপর জোর দেওয়া হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।