প্রতিবাদে সোচ্চার মুশফিকও
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দাপুটে জয়ের আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছিল ১৩ বছরের শিশু রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার খবর। বাংলাদেশের সিরিজে সমতা ফেরানো জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম যেখানে সরগরম থাকার কথা প্রোটিয়া-বধের উল্লাসে, সেখানে সবার মনেই বিষাদ ভর করেছে সিলেটের এই শিশুকে হত্যার ভিডিও আর খবর দেখে। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও ব্যক্ত করেছেন তীব্র প্রতিক্রিয়া। ফেসবুকে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিশু নির্যাতনকে ‘না’ বলার জন্য।
সোমবার বিষণ্ন মুখের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন মুশফিক। হাতে ধরে আছেন একটি প্ল্যাকার্ড। যেখানে লেখা আছে, ‘শিশু নির্যাতনকে না বলুন।’ ছবির বর্ণনায় লেখা হয়েছে, ‘একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!’
গত বুধবার সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ঘটে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করার ঘটনাটি। আর গত শনিবার রাত থেকে এই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুক, ইউটিউবে।