চিঠিতে প্রতিমন্ত্রী, সফরে মন্ত্রী
চিঠি দেওয়া হয়েছে, ছিটমহল পরিদর্শনে যাচ্ছেন প্রতিমন্ত্রী। আর আজ সফরে গেছেন মন্ত্রী। মন্ত্রণালয় বলছে, ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। সমস্যা হবে না।
১৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার ‘সংশোধিত সফরসূচি’তে বলা হয়, ১৬ জুলাই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এবং পঞ্চগড় জেলার সদর উপজেলার ছিটমহল পরিদর্শনে যাবেন আসাদুজ্জামান খাঁন। সেখানে তাঁর পদবির জায়গায় লেখা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
নোটিশটির শুরুতে ও শেষে দুই জায়গাতেই আসাদুজ্জামান খাঁনের পদবির জায়গায় লেখা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আর নিচে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শফিকুর রহমানের স্বাক্ষর।
এ বিষয়ে শফিকুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কর্মসূচি যখন ইস্যু করা হয়েছে, তখন আসাদুজ্জামান খাঁন প্রতিমন্ত্রী ছিলেন। কারণ, চিঠিটা ইস্যু করা হয়েছে ১৪ জুলাই তারিখ সকালে, আর তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১৪ তারিখ সন্ধ্যায়। শপথ নেওয়ার আগে তো আর তাঁকে মন্ত্রী বলে সম্বোধন করতে পারি না।’
যুগ্ম সচিব আরো বলেন, ‘তবে তাতে কোনো সমস্যা নেই। মন্ত্রী হওয়ার পর আমরা সব জায়গায় নোটিশ দিয়ে বা ফোন করে জানিয়ে দিয়েছি, মন্ত্রী হিসেবেই তিনি সব কাজ করবেন। আর তিনি যে মন্ত্রী, এটাও সবারই জানা। আজ থেকে যত কাগজ তাঁর নামে যাচ্ছে, তাতে মন্ত্রীর পদবিতেই যাচ্ছে। এটাতে তেমন কোনো সমস্যা হবে না। আর এ দুদিন কার্যালয় সরকারি ছুটি থাকায় নতুন করে পদবি ঠিক করে চিঠি পাঠানো সম্ভব হয়নি। ছিটমহলের সফরসহ সব জায়গায় তিনি মন্ত্রী হিসেবেই সম্মানিত হবেন।’
গত ১৪ জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খাঁন কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী হিসেবে ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হিসেবে নুরুল ইসলাম বিএসসি, খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে নুরুজ্জামান আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে তারানা হালিম শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে শেষের তিনজন মন্ত্রিসভার নতুন মুখ। রাষ্ট্রপতি আবদুল হামিদ শপথবাক্য পাঠ করান।