দোয়া চাইলেন মুশফিক
পরিবারের সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কে না চায়! কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও এ বছর সে সুযোগ মিলছে না বাংলাদেশ ক্রিকেট দলের অনেক সদস্যের। প্রথমবারের মতো বাড়ির বাইরে হোটেলে ঈদ উদযাপন করতে হলেও মুশফিকদের অবশ্য তিক্ত অনুভূতি নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজজয়ের গৌরব সঙ্গী করে সময়টা ভালোই কাটছে মুশফিক-মাহমুদউল্লাহ-মুস্তাফিজদের। urgentPhoto
২১ জুন থেকে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ১৯ তারিখ ছুটি কাটিয়ে ২০ তারিখ থেকেই মুশফিকদের নেমে পড়তে হবে অনুশীলনে। দুদিনের জন্য তাই আর কোথাও যেতে চাননি মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল, রুবেল হোসেন, মুস্তাফিজ ও লিটন দাস।
মুশফিক আর রিয়াদ অবশ্য ঈদে পাশে পেয়েছেন স্ত্রী-সন্তানদের। তারপরও এভাবে হোটেলে ঈদ কাটানো যে একেবারেই নতুন অভিজ্ঞতা সেটা স্বীকারই করে নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ‘বাবা-মাকে ছাড়া এ রকম ঈদ করা খুব কমই হয়েছে। কিন্তু আমরা তো এখানে একটা কাজে এসেছি। আশা করছি যদি কাজটা ভালোমতো শেষ করতে পারি তাহলে ঈদের আনন্দ আরো অন্য রকম হবে।’ দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেছেন, ‘দেশে যে যেখানেই থাকুন, সাবধানে ঈদ পালন করুন। সবাইকে নিয়ে উপভোগ করুন।’ সেই সঙ্গে টেস্ট সিরিজের জন্য দেশবাসীর দোয়াও চাইলেন তিনি।
ঈদের আনন্দে অবশ্য বাদ সেধেছে বেরসিক বৃষ্টি। সকাল বেলা বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে চট্টগ্রামের পুলিশ লাইন মসজিদে নামাজ পড়তে এসেছিলেন মুশফিক, রিয়াদ আর তাইজুল। বৃষ্টি না থামলে মুশফিকদের আনন্দ উৎসব হয়তো চলবে হোটেলের চার দেয়ালের মধ্যেই।