হত্যার উদ্দেশ্যেই গউছের ওপর হামলা : মিজানুর
হত্যার উদ্দেশ্যেই কারাবন্দী বিএনপি নেতা জি কে গউছের ওপর হামলা করা হয় বলে দাবি করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। গউছের ওপর হামলার প্রতিবাদে অর্ধদিবস হরতালের সময় মিছিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন মিজানুর।urgentPhoto
মিজানুর বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাজা দিতে পারবে না বলেই তাঁকে হত্যার পরিকল্পনা অনুযায়ী হবিগঞ্জ কারাগারে হত্যা করার জন্য তাঁকে ঈদের দিন পিঠে ছুরির আঘাত করা হয়েছিল প্রাণে হত্যার জন্যই। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে আজকে হবিগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে ভোর থেকে শুরু হওয়া জেলা বিএনপির হরতালে হবিগঞ্জ শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং, পথসভা ও মিছিল করে।
এসব পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আমিনুর রশীদ এমরানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলা কারাগারে অন্য এক আসামি লোহার রড দিয়ে সাময়িক বরখাস্ত হওয়া পৌরসভার মেয়র জি কে গউছকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে আনা হয় তাঁকে।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি সারা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। ঈদে জনদুর্ভোগের কথা বিবেচনা করে পরে অর্ধদিবস হরতাল পালন করে বিএনপি।