পুলিশকে ‘ঠুল্লা’ বলায় কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা
পুলিশকে ‘ঠুল্লা’ বলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার দিল্লির পুলিশ কনস্টেবলরা তাঁর বিরুদ্ধে ওই মামলা দায়ের করে। ঠুল্লাকে ভারতে প্রচলিত অর্থে একটি অপমানজনক শব্দ হিসেবে গণ্য করা হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, গত শুক্রবার ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপের উপদেষ্টা সম্পাদক রাজদীপ সারদেশাইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেজরিওয়াল ওই শব্দ উচ্চারণ করেন।
ওই সাক্ষাৎকারে কেজরিওয়ালকে বিতর্কিত টেলিভিশন বিজ্ঞাপন প্রচার থেকে শুরু করে দুর্নীতি দমন ব্রাঞ্চ (এসিবি) বিতর্কসহ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
এসিবির সঙ্গে তাঁর বিরোধ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, “এসব লোক চায় একজন ‘ঠুল্লা’ (পুলিশ) যদি রাস্তার হকারদের কাছ থেকে ঘুষ নিয়ে ধরা পড়ে, আমরা যেন তার বিচার না করি।” এ ছাড়া তিনি আইনশৃঙ্খলা প্রশ্নে কেন্দ্র তাঁর সরকারের হাত বেঁধে রাখার অভিযোগ করেন।
হিন্দুস্তান টাইমস জানায়, ভারতে প্রচলিত অর্থে ‘ঠুল্লা’ একটি আপত্তিকর শব্দ। শব্দটি দিল্লি ও এর আশপাশের এলাকাসহ পুরো ভারতে পুলিশকে হেয় করতে ব্যবহৃত হয়।
দিল্লির পুলিশ কমিশনার বি এস বকশি বলেন, ‘মুখ্যমন্ত্রী এ ধরনের শব্দ ব্যবহার করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু যদি তিনি শব্দটি ব্যবহার করে থাকেন, তবে তা খুবই দুর্ভাগ্যজনক। এটা অপমানজনক।’
কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেজরিওয়াল সরকারের যে বিষয়গুলো নিয়ে বিরোধ চলছে, দিল্লি পুলিশের নিয়ন্ত্রণের বিষয়টি তার অন্যতম।