নান্নুর বিবাহবার্ষিকীতে তারার মেলা
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আফরোজা আবেদীন রিনার ২৫তম বিবাহবার্ষিকী ছিল সোমবার। এ উপলক্ষে নান্নুর শহর চট্টগ্রামের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। বিয়ের রজতজয়ন্তী পূর্ণ করা দম্পতিকে শুভেচ্ছা জানানোর সুযোগ হাতছাড়া করেননি তারকা ক্রিকেটাররা।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম ছিলেন এই অনুষ্ঠানে। তাঁদের মধ্যে মুশফিক ও মাহমুদউল্লাহ গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে। তাঁদের সঙ্গী হয়েছিলেন জাতীয় দলের ম্যানেজার এবং সাবেক অধিনায়ক খালেদ মাহমুদও।
কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপনের পর রাতে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরাও।