মুস্তাফিজের প্রশংসায় বাভুমা
৫৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১৭৩/৩। অথচ পরের ওভার শেষে রান সেখানেই থাকলেও প্রোটিয়ারা হারিয়ে ফেলে ৬ উইকেট! মুস্তাফিজুর রহমানের এক অসাধারণ ওভারে লণ্ডভণ্ড হয়ে গেছে অতিথিরা। সেই অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান টেম্বা বাভুমার ধারণা, মুস্তাফিজের সেই বিধ্বংসী স্পেলই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের ‘টার্নিং পয়েন্ট’।
প্রথম তিন স্পেলে মুস্তাফিজ কোনো উইকেট পাননি। তবে চতুর্থ স্পেলে বল করতে এসে চার ওভারে ৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে এক ওভারেই ছিল তিন উইকেট।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাভুমা তাই মেতে ওঠেন মুস্তাফিজ-বন্দনায়, ‘মুস্তাফিজের দুর্দান্ত এক স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার সেই স্পেলই ছিল প্রথম দিনের টার্নিং পয়েন্ট। সে অসাধারণ বল করেছে।'
মুস্তাফিজকে মোকাবিলা করার আলাদা কোনো প্রস্তুতি ছিল কি না- এমন প্রশ্নে বাভুমা বলেন, ‘তার বোলিংয়ের ভিডিও আমরা বিশ্লেষণ করেছি। তাকে মোকাবিলার জন্য আমাদের আলাদা প্রস্তুতিও ছিল। তবে সে ওভারে সে এত ভালো বল করেছিল যে আমাদের করার কিছু ছিল না।’
প্রথম দিনটা ভালো না কাটলেও ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান, ‘এই টেস্টের এখনো চার দিন বাকি আছে। তাই আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াতে পারব। যদিও আমাদের কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হবে।’